ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চোরদের জন্য গাড়ি খোলা রেখেই পার্ক করা হয় যেখানে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কোথাও গাড়ি পার্ক করার পর সুরক্ষিত রাখার জন্য লক করে রাখি আমরা। কিন্তু কখনও শুনেছেন পার্ক করার পর গাড়ি লক করা তো দূরে থাক, গাড়ির দরজা, জানলা এমনকি ডিকিও খোলা রেখে চলে যান গাড়ির মালিকরা।

শুনে আশ্চর্য লাগলেও এমনটাই করেন সান ফ্রান্সিসকো এবং অকল্যান্ডের বাসিন্দারা। গাড়ি চুরির জন্য নয়, বরং আরও সুরক্ষিত রাখার জন্যই তারা এমন করে থাকেন।

কেন এমন করেন? এ প্রসঙ্গে সেখানকার বাসিন্দাদের দাবি, এলাকায় চুরির ঘটনা বিপুল ভাবে বেড়েছে। চোরেরা গাড়ির ভিতরে থাকা জিনিসও চুরি করে নিয়ে যায়।

গাড়ি লক করা থাকলে জানলা বা গাড়ির পিছনের কাচ ভেঙে ভিতরে ঢোকে। তা ছাড়া নানা ভাবে গাড়ি ক্ষতিগ্রস্তও করে। তাই গাড়ির ক্ষতি বাঁচাতে দরজা এবং ডিকি খুলে গাড়ি পার্ক করে রাখা শুরু করেছেন তারা।

কেননা, গাড়ি পুরো খোলা থাকলে ভিতরে কোনও জিনিস আছে কি না তা সরাসরি দেখতে পাবে চোর। না থাকলে সেই গাড়িকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হয় বলে দাবি তাদের।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি