ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে পুড়িয়ে হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মিয়ানমারে কায়াহ প্রদেশে ৩০ জনেরও বেশি মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এ ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

সংস্থার মানবিক বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস জানান, মর্মান্তিক এ হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ। বেসামরিক মানুষের জীবন রক্ষায় মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং দেশটির সব সশস্ত্র গ্রুপগুলোকে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।

মিয়ানমারে নিযুক্ত মার্কিন দূতাবাসও বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে। 

গেল শনিবার কায়াহ প্রদেশের মো সো গ্রামে ৩০ জনেরও বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। 

ঘটনার পর নিখোঁজ উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী। ওই প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলাও চালায় দেশটির সেনাবাহিনী। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি