ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৮ ডিসেম্বর ২০২১

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় বহিয়া রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এদিকে সেখানে এ দুর্যোগপূর্ণ আবওয়ায় প্রায় ৬৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। রাজ্যটিতে নভেম্বর থেকে এ বন্যা দেখা দেয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় সরকার জানায়, ইতাবুনা শহরে নতুন করে দু’জন প্রাণ হারানোয় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। এদের মধ্যে ২১ বছর বয়সী একজন বন্যার স্রোতে ভেসে গিয়ে এবং ৩৩ বছর বয়সী এক নারী ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান।

বহিয়া গভর্নর রুই কোস্টা বলেন, “এ প্রাকৃতিক দুর্যোগে আমরা বহিয়ার ইতিহাসের সবচেয়ে নাজুক পরিস্থিতির মধ্যে বসবাস করছি।” তিনি শনিবার থেকে বন্যা কবলিত বিভিন্ন এলাকার উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

কোস্টা বলেন, “ধীর গতিতে হলেও কাচোইরা রিভারের উৎসে বন্যার পানি কমতে শুরু করেছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে ব্রাজিলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি