ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

উত্তেজনা প্রশোমনে রাশিয়ার সঙ্গে আলোচনার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৮ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগামী ১০ জানুয়ারি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে এবং ইউক্রেন প্রশ্নে উত্তেজনা প্রশোমনে আলোচনা করবে। সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

জাতীয় নিরাপত্তা পরিষদের ওই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।’

এর পর মস্কো ও ন্যাটোর প্রতিনিধিরা আগামী ১২ জানুয়ারি বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি আরো জানান, রাশিয়া ও ওএসসিই আঞ্চলিক নিরাপত্তা পরিষদ আগামী ১৩ জানুয়ারি আলোচনা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এ পরিষদের অন্তর্ভূক্ত দেশ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি