ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরিয়ার বন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৮ ডিসেম্বর ২০২১

সিরিয়ার ওপর ইসরাইলের হামলা।

সিরিয়ার ওপর ইসরাইলের হামলা।

ইসরাইল আবারো সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সেই হামলা প্রতিহত করেছে বলে জানা গেছে। লাতাকিয়া হচ্ছে সিরিয়ায় সবচেয়ে বড় বন্দরনগরী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরাইলি বাহিনী এই হামলা চালায়।

প্রেস টিভি’র সংবাদে বলা হয়, এই হামলায় সিরিয়ার পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পরিষ্কার নয়, তবে সানা জানিয়েছে লাতাকিয়া বন্দরে থাকা বেশ কিছুসংখ্যক কন্টেইনারে আগুন ধরে যায়। 
গত ২০ দিন আগে ইসরাইলি বাহিনী লাতাকিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

ইসরাইল এবং সিরিয়া টেকনিক্যালি যুদ্ধাবস্থায় রয়েছে। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয়। এরপর আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে নি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি