ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারে সংঘাতে জাতিসংঘের নতুন রাষ্ট্রদূত ‘গভীরভাবে উদ্বিগ্ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২৮ ডিসেম্বর ২০২১

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত সোমবার বলেছেন, দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ায় তিনি ‘গভীনরভাবে উদ্বিগ্ন এবং তিনি সামরিক বাহিনী ও তাদের বিরোধীদের মধ্যে নতুন বছরে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

গত অক্টোবরে দায়িত্ব পাওয়ার পর বিশেষ দূত নয়েলীন হেজার তার প্রথম বিবৃতিতে বলেন, তিনি ‘মিয়ানমারের কাইন রাজ্যে ও দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ায় গভীরভাবে উদ্বিগ্ন।’

উল্লেখ্য গেল শনিবার কায়াহ প্রদেশের মো সো গ্রামে ৩০ জনেরও বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করে মিয়ানমার সেনাবাহিনী। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। ঘটনার পর নিখোঁজ উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী। ওই প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলাও চালায় দেশটির সেনাবাহিনী।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি