ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুনামি সৃষ্টি করতে যাচ্ছে ওমিক্রন-ডেল্টা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৯:০১, ৩০ ডিসেম্বর ২০২১

করোনার নতুন ধরন ওমিক্রন ও ডেল্টার সংক্রমণ বিশ্বব্যাপী সুনামির মতো ঢেউ সৃষ্টি করতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস গেব্রিয়াসিস জানান, ডেল্টা ও ওমিক্রন বিশ্বে জোড়া হুমকি হিসেবে কাজ করছে। এর প্রভাবে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে। বাড়ছে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা। 

এ অবস্থায় বিশ্বের ধনী দেশগুলোর বুস্টার ডোজ দেয়ার প্রবণতা গরীব ও নিম্ন আয়ের দেশগুলোকে সংকটে ফেলছে বলে সর্তক করেন তিনি। 

বৈষম্য দূর করে ভ্যাকসিন সমবণ্টনে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান গেব্রিয়াসিস। 

বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৮ কোটি ১০ লাখ এবং মারা গেছে ৫০ লাখেরও বেশি মানুষ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি