ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেন ইস্যুতে ফের ফোনালাপে বাইডেন-পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৪১, ৩০ ডিসেম্বর ২০২১

ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে আবারও আলোচনা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ফোনালাপ করবেন দুই নেতা। 

সম্প্রতি ইউক্রেনের সীমান্তের কাছে প্রায় এক লাখ রুশ সেনা জড়ো হয়। এ ঘটনায় মস্কো ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে এমন আশংকা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। 

আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাবেন দুই নেতা। এ নিয়ে চলতি মাসে একই ইস্যুতে দুবার আলোচনায় বসছেন দুই বিশ্ব নেতা। 

তিন সপ্তাহ আগে ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। জবাবে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে প্রশ্ন তোলেন পুতিন এবং পাল্টা হুমকি দেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি