ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাঝ আকাশে করোনা পজিটিভ, তিন ঘণ্টা বিমানের বাথরুমে যাত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৯, ৩১ ডিসেম্বর ২০২১

বিমানের বাথরুমে নিভৃতবাসে মারিসা ফোটিও

বিমানের বাথরুমে নিভৃতবাসে মারিসা ফোটিও

আমেরিকার শিকাগো থেকে বিমান যাচ্ছিলেন আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে। কোভিডবিধি মেনে যাত্রা শুরুর আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সকলের রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় আবার তার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। অতঃপর তড়িঘড়ি তিনি গেলেন বিমানের বাথরুমে, থাকলেন সাময়িক নিভৃতবাসে!

মারিসা ফোটিও নামে ওই নারী সুইৎজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইক্যাভিক থেকে বার্নেগামী বিমানে যাচ্ছিলেন তিনি। মারিসা জানিয়েছেন, তার দু’টি কোভিড-১৯ টিকা নেওয়া হয়ে গিয়েছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দু’বার আরটি-পিসিআর এবং পাঁচ বার ‘র‌্যাট’ পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে।

পেশায় স্কুল শিক্ষিকা মারিসা জানিয়েছেন, বিমান ওড়ার ঘন্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রনা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এর পর আবার তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, ‘‘নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।’’ মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। তার কথায়, ‘‘শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি।’’ পরবর্তী তিন ঘণ্টা সেখানেই কাটান মারিসা। অভিনব নিভৃতবাসে নিজস্বী তুলে পোস্টও করেন নেটমাধ্যমে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি