ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রাশিয়ায় নভেম্বরে ৭১ হাজারের বেশি মৃত্যুর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৩১ ডিসেম্বর ২০২১

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান এজেন্সি রোসস্ট্যাট বৃহস্পতিবার বলেছে, দেশটিতে নভেম্বর মাসে কোভিড-১৯ রোগে ৭১ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে, মহামারি শুরুর পরে এটি মৃত্যুর নতুন রেকর্ড।

রাশিয়ায় গত নভেম্বরে কোভিডে ৮৭ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে পরিসংখ্যান এজেন্সি জানায়, এদের মধ্যে ৫ হাজার ৯২৪ জনের করোনায় মৃত্যু হয়নি বলে ধারণা করা হয়। এতে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ১৮৭ জন।

রাশিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির প্রভাব কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। 

রোসস্ট্যাট বলেছে, মহামারি ট্রাক করা একটি সরকারী টাস্কফোর্সের হিসাবের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এই টাস্কফোর্সের হিসাবে রাশিয়ায় কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন।

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি