ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৩১ ডিসেম্বর ২০২১

পাকিস্তানের সংঘাতপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন রাজনৈতিক কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, একটি ইসলামি দলের কর্মীরা প্রাদেশিক রাজধানী কোয়েটায় সম্মেলনের পর সেখান থেকে চলে যাওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কোয়েটা হচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও উগ্রবাদী জঙ্গিদের ঘাঁটি।

সিনিয়র পুলিশ কর্মকর্তা ফিদা হাসান শাহ এএফপি’কে বলেন, সেখানে ‘বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন রাজনৈতিক কর্মী নিহত ও ১৩ জন আহত হন।’ তিনি আরো বলেন, ‘বোমাটি স্থানীয়ভাবে তৈরি এবং এতে প্রায় দেড় কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়।’

সান্দামান প্রাদেশিক হাসপাতাল কোয়েটার কর্মকর্তা জাভেদ আখতার এএফপি’কে মৃতের সংখ্যার খবর নিশ্চিত করেন।

এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব গ্রহণ করেনি। প্রদেশটির মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজানজো এ হামলাকে সন্ত্রাসী কর্মতকাণ্ড হিসেবে অভিহিত করেন। সূত্র: বাসস

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি