ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমিক্রন সতর্কতায় নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ওমিক্রন সতর্কতায় অনাড়ম্বরভাবে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে। 

বর্ষবরণ প্রথম শুরু হয় নিউজিল্যান্ডে। অকল্যান্ড শহরে আয়োজন করা হয় অনুষ্ঠান। তবে করোনার কারণে সেখানে এবারও ফোটেনি আতশবাজি। 

এছাড়া, ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিশ্বের অনেক জায়গাতেও আতশবাজি উৎসব বাতিল করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোল্ডেন বল পতনের আয়োজন থাকলেও কাউন্টডাউনে উপস্থিত মানুষের সংখ্যা এবার অনেক কম। 

লন্ডনের ট্রাফালগার স্কয়ারেও বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়। চীনে কয়েকটি জায়গায় ছিল কড়াকড়ি। 

তবে, অস্ট্রেলিয়ায় ঘটা করে বিদায় জানানো হয় ২০২১ সালকে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি