ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে নতুন বছর উদযাপনের গুলিতে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২ জানুয়ারি ২০২২

পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় উড়ো ফায়ারে আহত ১৮ জনের মধ্যে এক জন মারা গেছেন।  

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং এসব ঘটনার তদন্ত চলছে।

এক বিবৃতিতে বলা হয়, জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ১১ বছরের আলী রাজার মৃত্যু হয়েছে। সে উত্তর করাচির একটি উড়ো ফায়ারে আহত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছিল, নববর্ষের আগে করাচিতে উড়ো ফায়ারের বিরুদ্ধে ব্যবস্থাসহ নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আকাশে উড়ো ফায়ারের ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত দল গঠন করেছে পুলিশ। বিবৃতিতে তারা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।

একদিন আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও নতুন বছর উদযাপনের আগে উড়ো ফায়ারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপে সরকারের কাছে আহ্বান জানিয়েছিল।

এ ঘটনায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ওয়াসিম আকরাম টুইট করেছেন যে, তরুণদের সভ্য মানুষের মতো আচরণ করতে হবে। 


আরএমএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি