ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২ জানুয়ারি ২০২২

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে। খবর এএফপি’র

রোববার গ্রিনিচ মান সময় ০৫০৩টায় ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করেন অগ্নিনির্বাপক কর্মীরা।

দক্ষিণ আফ্রিকার গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া দে লিল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মূলত পুরনো অ্যাসেম্বলি ভবনে আগুন লাগে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।’

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনটি বর্তমানে পার্লামেন্ট ভবনের তৃতীয় তলায় রয়েছে। সম্ভবত এটি পার্লামেন্টের একটি কার্যালয়ে লেগে পার্শ্ববর্তী জিম সেন্টারের দিকে ছড়িয়ে পড়ে।

নগরীর জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, ‘পার্লামেন্ট ভবনে আগুন লেগে ছাদ পর্যন্ত পৌঁছে যায়। 
আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।’

তবে, কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি