ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিল্লিতে ৮৪% কোভিড আক্রান্তের শরীরে ওমিক্রন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দিল্লিতে করোনা আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত। গেলো কদিনের আক্রান্তের নমুনা পরীক্ষায় এমন তথ্যই পাওয়া গেছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। 

সত্যেন্দ্র জৈন জানান, ৩০-৩১ ডিসেম্বরের কোভিড আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, ৮৪ শতাংশ রোগী ওমিক্রন আক্রান্ত। তিনি আরও জানান, সোমবার দিল্লির পজিটিভিটি রেট ৬.৫ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৪ হাজারেরও বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। এর জেরে রাজধানীতে পজিটিভিটি রেট ৬ শতাংশের গণ্ডি পার করবে।

এর আগে দিল্লি সরকার জানিয়েছিল, যদি দিল্লিতে লাগাতার দুই দিন পজিটিভিটি রেট পাঁচ শতাংশের উপর থাকে তাহলে রাজধানীতে রেড অ্যালার্ট জারি হবে।

এদিকে সত্যেন্দ্র জৈন বলেছেন যে দিল্লিতে সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলিতে চিকিৎসা কর্মীদের কোনও অভাব নেই। তাই শহরে কোভিড-১৯ কেস বাড়লেও আতঙ্কের কারণ নেই। 

দিল্লি সরকার কোভিডের জন্য ৩৭ হাজার বেডের ব্যবস্থা করে রেখেছে হাসপাতালগুলিতে৷ এই আবহে সত্যেন্দ্র জৈনের অবশ্য দাবি, করোনা আক্রান্তদের সিংহভাগকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। তাদের উপসর্গ গুরুতর নয়।

পাশাপাশি তিনি জানান, বিশেষজ্ঞদের মতে আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লিতে সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি