ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়েমেনে তুমুল সংঘর্ষে প্রায় ২০০ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ৪ জানুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় দুইশো যোদ্ধার প্রাণহানি ঘটেছে। সামরিক ও চিকিৎসা সূত্র মঙ্গলবার এএফপিকে জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সাথে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।

ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী বিশাল সেনাবাহিনীও ৭০ জন যোদ্ধাকে হারিয়েছে।

ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে প্রায় সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, এই সংঘাতে মিলিয়ন মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে।

বিদ্রোহীরা সোমবার জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসা সামগ্রী বহন করছিল বলে দাবি করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি