ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওমিক্রন: দৈনিক আক্রান্তে রেকর্ড ৭ দেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:২৪, ৬ জানুয়ারি ২০২২

ওমিক্রনের প্রভাবে বিশ্বের অন্ততঃ ৭টি দেশে দৈনিক করোনা আক্রান্তে রেকর্ড ছাড়িয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসি।

ইউরোপসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ। 

ওমিক্রণের প্রভাবে নতুন করে ফ্রান্স, পর্তুগাল, ইতালি, সুইডেন, নেদারল্যান্ডস, তুরস্ক ও ইসরায়েলে দৈনিক আক্রান্তের সংথ্যা রেকর্ড ছাড়িয়েছে। 

সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশগুলোতে বিধিনিষেধ আরও জোরদার হয়েছে। ইতালি এরইমধ্যে ৫০ ঊর্ধ্বদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক ঘোষণা করেছে। 

যুক্তরাষ্ট্রে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া তারকা জগতের অন্যতম আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ড স্থগিত ঘোষণা করা হয়েছে। 

এদিকে, চলতি বছরের এপ্রিল নাগাদ ৫ বছরের কম বয়সীদের ওপর ভ্যাকসিন প্রয়োগের ফলাফল পেতে যাচ্ছে ফাইজার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি