ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

খেলতে গিয়ে ফুটন্ত পানিতে পড়ে শিশুর মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৫০, ৬ জানুয়ারি ২০২২

একটি মিষ্টির দোকানের সামনে রাখা ছিল ফুটন্ত পানির কড়াই। তাতে অসাবধানবশত পড়ে যায় সাড়ে চার বছরের কন্যা শিশু। সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু বাঁচানো যায়নি শেষ পর্যন্ত। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচাদার চিলড্রেন পার্ক এলাকায়। 

শিশুটির নাম অঙ্কিতা গোস্বামী। বাড়ি শান্তিপুর বিদ্যাসাগর পল্লি এলাকায়। শিশুটির বাবা অর্ণব গোস্বামী পেশায় গাড়ি চালক। তার অভিযোগ, দোকানে এতবড় জায়গা থাকা সত্ত্বেও বাইরে ফুটন্ত পানি রাখা ছিল। সেখানেই পড়ে যায় তার কন্যা। এমনকী তাকে পড়ে যেতে দেখেও এগিয়ে আসেনি ওই দোকানের কেউ।

৩১ ডিসেম্বর দুপুরের এই দুর্ঘটনার পর ৪ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। 

সূত্র: টিভি ৯ বাংলা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি