ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমনে ডেল্টাকেও ছাপিয়ে গেল ওমিক্রন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন 'মৃদু' না 'মারাত্মক' তা নিয়েও এখনও বিশ্লেষণ চলছে। যেভাবে নতুন বছরেই গোটা বিশ্বে করোনা প্রাদুর্ভাব বেড়েছে সেখানে নয়া প্রজাতি নিয়ে রীতিমতো চিন্তা বেড়েছে একাধিক দেশে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে চিন্তার। পরিসংখ্যান বলছে কার্যত ওমিক্রনের বিস্ফোরণ ঘটেছে জো বাইডেনের দেশে। গত বছর ডেল্টা হানায় যত রোগী আক্রান্ত হয়েছিল, তার চেয়ে এবার আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমন হাসপাতালেও রেকর্ড পরিমাণে বাড়ছে রোগীর সংখ্য। 

দেখা গিয়েছে হাসপাতালে বেডের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে এমাসের শুরু থেকেই৷ কানেটিকাটের ইয়ালে নিউ হেভেন হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন ২০২০ এর এপ্রিল থেকেই করোনার দাপট অব্যাহত রয়েছে। তবে এপ্রিলে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে হাসপাতালে। আগামী সপ্তাহের মধ্যে সে রেকর্ড ভাঙবে বলেই জানিয়েছে ওই হাসপাতাল সূত্র। 

তবে স্বস্তির খবর একটাই। ওমিক্রন ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধি হলেও মৃত্যু সংখ্যা কম। আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও অনেক কম। ভ্যাকসিনেশন যে সব এলাকায় হয়ে গিয়েছে সেখানে নতুন করে আক্রান্ত হলেও তা মারাত্মক আকার নেয়নি। যদিও হাসপাতালে ভর্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন উপায় আনছে প্রশাসন। এছাড়াও উচ্চ প্রতিরোধী মাস্ক পরা, ভ্যাকসিন বুস্টার নেওয়ার মতো বিষয়ে জোর দেওয়া হয়েছে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। 

হার্ভার্ড মেডিকেল স্কুলের সংক্রমক রোগ বিভাগের বিশেষজ্ঞ জ্যাকব লেমিউক্স বলেন, ‘এই শীতের সময়টি বেশ কষ্টের। ভাইরাস বৃদ্ধি হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে আরও অনেকটা বাড়তে পারে সংক্রমণ।" ফেব্রুয়ারি পর্যন্ত রোগের বৃদ্ধি দেখবে আমেরিকা, এমনটাই পূর্বাভাস মার্কিন বিশেষজ্ঞদের।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি