ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওমিক্রনকে মৃদু বলা উচিত নয়: ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:০১, ৭ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে ধরে নেওয়ার উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'ডব্লিউএইচও'। সংস্থাটি বলছে, কোভিডের এই স্ট্রেইনটি মারাত্মক, যাকে মৃদু বলা ঠিক নয়। 

সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, কোভিডের আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে লোকজনের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত কম।

তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদ্রোস আধানম বলেছেন, রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রে গত সোমবার একদিনে নতুন করে ১০ লাখ ৮৪ হাজার মানুষের আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড শনাক্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে।

আর আমেরিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে শতভাগ। আর সারা দুনিয়ায় গুরুতর আক্রান্ত রোগীদের ৯০ শতাংশেরই ভ্যাকসিন নেওয়া ছিল না।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘যদিও ওমিক্রনকে ডেল্টার তুলনায় অপেক্ষাকৃত কম গুরুতর বলে মনে হয়, বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে; তবে এর মানে এই নয় যে, এটিকে হালকা হিসেবে দেখতে হবে।

আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে এবং এতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে।’

তিনি বলেন, আসলে সংক্রমণে সুনামি এতো বিশাল ও দ্রুত যে, এটি দুনিয়াজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে।

সূত্র: রয়টার্স

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি