ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে ওমিক্রনের দাপট, এক দিনে সংক্রমণ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪৩, ৭ জানুয়ারি ২০২২

ভারতে ডেল্টাকে পেছনে ফেলে আধিপত্য বিস্তার করছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে গেল সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ শতাংশ বেশি।

গতবছর জুনের পর ভারতে এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। গত সাত মাসের মধ্যে আর কখনও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা লাখ ছাড়ায়নি।

ডিসেম্বর থেকে আবার সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত রোগী ১০ হাজারে পৌঁছানোর মাত্র আট দিনের মাথায় তা লাখ ছাড়িয়ে গেল।  

১৩০ কোটি মানুষের দেশ ভারতে মহামারীর দুই বছরে সব মিলিয়ে ৩ কোটি ৫২ লাখের বেশি মানুষের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

আক্রান্তদের মধ্যে গত এক দিনে মারা গেছেন আরও ৩০২ জন। তাতে সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজারে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি