ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চতুর্থ ডোজের পথে হাঁটছে না করোনায় বিধ্বস্ত যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৮ জানুয়ারি ২০২২

ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এরপরেও চতুর্থ ডোজ ভ্যাকসিনের পথে হাঁটছে না করোনায় বিধ্বস্ত যুক্তরাজ্য।

দেশটির স্বাস্থ্য উপদেষ্টার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, এক দিনে দেশটিতে মৃত্যু হয়েছে আড়াইশ’র বেশি মানুষের। 

এদিকে, বার এবং রেঁস্তোরাতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে জার্মানি। চীনের হেনান প্রদেশের অধিকাংশ শহরে জারি হয়েছে চলাচলে নিষেধাজ্ঞা। 

ভারতে গেল ২৪ ঘন্টায় ১ লাখ ১৭ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। বুলগেরিয়াতে জারি হয়েছে লকডাউন। আর ফ্রান্সে যে ৫০ লাখ মানুষ এখনো ভ্যাকসিন নেননি, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে; ৫ কোটি ৮৪ লাখ। মৃত্যুর সংখ্যাও দেশটিতে সর্বোচ্চ ৮ লাখ ৩৩ হাজার ৯৯৬।

আক্রান্তের দিক থেকে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে ৩ কোটি ৫২ লাখ। এর মধ্যে মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার।

অপরদিকে, ব্রাজিল রোগী শনাক্তে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে রয়েছে দ্বিতীয় স্থানে। ২ কোটি ২৩ লাখ আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৬৫৪ জন।

তবে, শনাক্ত রোগীর দিক থেকে শীর্ষস্থানে থাকা অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১ কোটি ৪১ লাখের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত ওমিক্রন সংক্রমিতদের ক্ষেত্রে গুরুতর অসুস্থতার ঘটনা কম পরিলক্ষিত হচ্ছে। ডেল্টার সময় যা বিপর্যস্ত অবস্থা তৈরি করেছিল বিশ্বজুড়ে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি