ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সতর্কতার পরেও থামানো যাচ্ছে না সংক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৯ জানুয়ারি ২০২২

করোনার তাণ্ডবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা দেড় লক্ষাধিক। সংক্রমণ দ্রত বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। আর নানা সতর্কতার পরেও ইউরোপে থামানো যাচ্ছে না সংক্রমণ। এদিকে, ভারতে বহুগুণে বৃদ্ধি পেয়েছে আক্রান্তের হার। 

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। 

ভয়াবহ সময় পার করছে যুক্তরাজ্য। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে দেড় লাখ। জাতি এক দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

গেল ২৪ ঘন্টায় ইতালিতে প্রায় দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। শীতে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, আবারও কড়া বিধিনিষেধের পরিকল্পনা করছে দেশটির সরকার।

এদিকে, সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় আতঙ্কিত যুক্তরাষ্ট্রের মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ভীড়। 

সংক্রমণ বাড়ছে জার্মানী, রাশিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডসেও। ব্যাপক টিকাদানের পরেও মৃত্যুর সংখ্যা বাড়ায় কঠিন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ব্রাজিল। 

ভারতে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতিদিন যতসংখ্যক মানুষ টেস্ট করাচ্ছেন, তাদের ৯ দশমিক ২৮ শতাংশই পজিটিভ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি