ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

মহামারিকালে বিশ্বজুড়ে কমেছে কনডম বিক্রি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১০ জানুয়ারি ২০২২

গেল দুই বছর করোনা মহামারীকালে বিশ্বজুড়ে কমেছে কনডম বিক্রি। বিশ্বের অন্যতম বড় কনডম প্রস্তুতকারী কোম্পানি ক্যারেক্স বিএইচডি বলছে, দুই বছরে তাদের কনডম বিক্রি কমেছে ৪০ শতাংশের বেশি। মহামারিকালে যখন মানুষ দীর্ঘদিন ঘরে থাকতে বাধ্য হয়েছে, ঠিক সেই সময় কনডম বিক্রির হার কমে যাওয়াকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। 

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কনডম ডিউরেক্সের উৎপানদকারী প্রতিষ্ঠান মালয়েশিয়াভিত্তিক কোম্পানি ক্যারেক্স বিএইচডি। এই কোম্পানির শীর্ষ নির্বাহী কর্মকর্তা গোহ মিয়াহ কিয়াত আন্তর্জাতিক বাণিজ্য পত্রিকা নিক্কি এশিয়াকে বলেছেন, কোম্পানির বার্ষিক আয়-ব্যায়ের হিসাব পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

তিনি বলছেন, মহামারির দুই বছরে যখন বিশ্বের দেশে দেশে লকডাউনসহ নানা কঠোর বিধিনিষেধ দেওয়া হয়, এমন পরিস্থিতিতে কনডমের বিক্রি বাড়বে বলেই ধারণা করেছিলেন তারা। তবে আশ্চর্যজনকভাবে বিক্রি কমে গেছে। বিষয়টিকে ‘বিস্ময়কর’ বলেও উল্লেখ করেছেন গোহ মিয়া কিয়াত।

কোম্পানি কর্তৃপক্ষ মনে করছে, মহামারিতে বিশ্বজুড়ে হোটেলগুলোতে কনডমের ব্যবহার কমে যাওয়া এবং সরকারি-বেসরকারিভাবে কনডম ব্যবহারের পক্ষে প্রচার-প্রচারণা হ্রাস পাওয়াই এর বিক্রি কমে যাওয়ার প্রধান কারণ। 

এদিকে, উৎপাদিত পণ্যের বিক্রি কমে যাওয়ায় মালয়েশিয়ার শেয়ারবাজারে ক্যারেক্স বিএইচিডির শেয়ারের মূল্যও গত দুই বছরে প্রায় ১৮ শতাংশ কমে গেছে বলে জানা গেছে। লোকসান কাটিয়ে উঠতে শেষ পর্যন্ত কনডমের উৎপাদন কমিয়ে গত বছরের মাঝামাঝি থেকে থাইল্যান্ডে মেডিকেল গ্লাভস প্রস্তুত করা শুরু করেছে কোম্পানিটি।

সূত্র: এনডিটিভি

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি