ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কাজাখস্তানে প্রায় ৮ হাজার গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১০ জানুয়ারি ২০২২

হঠাৎ অস্থির হয়ে ওঠা মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানে প্রায় আট হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ার কয়েকদিন পর তাদেরকে গ্রেফতার করা হলো। 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘১০ জানুয়ারি ৭ হাজার ৯৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।’ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগ তাদেরকে গ্রেফতার করে। এ প্রজাতন্ত্রের স্বাধীনতার ইতিহাসে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ার পর সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তান সোমবার জাতীয় শোক দিবস পালন করছে।

এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা কমিটি জানায়, সরকারি ও সামরিক স্থাপনাসহ দেশটি সম্পূর্ণভাবে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দেশটির যেসব এলাকায় জঙ্গি ও দাঙ্গাকারীরা লুকিয়ে থাকতে পারে সেসব এলাকায় অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের কর্মকান্ডের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা হচ্ছে।’

সিএসটিও দেশগুলোর নেতাদের সোমবার ভিডিও লিংকের মাধ্যমে বৈঠক করার কথা রয়েছে। এসব নেতার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন। সিএসটিও হচ্ছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর একটি জোট।

এ অস্থিরতা চলাকালে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোট কাজাখস্তানের প্রেসিডেন্ট কসিম-জোমার্ত তোকায়েভের অনুরোধে দেশটিতে আড়াই হাজার সৈন্য পাঠিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি