ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ১০ জনের প্রাণহানি, শত শত গৃহহীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ১১ জানুয়ারি ২০২২

বন্যা কবলিত কেপটানের একটি দৃশ্য

বন্যা কবলিত কেপটানের একটি দৃশ্য

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ইস্ট লন্ডনে ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে এবং ঘরবাড়ি ছাড়া হয়েছেন শত শত মানুষ।

স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, নদীর দু'তীর ছাপিয়ে রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে। এতে আরও দেখা গেছে যে, শহরের বাইরের বসতিগুলোর মধ্যে কয়েকশ ঘরবাড়ি ভেসে গেছে।

আবহাওয়াবিদরা ভবিষ্যদ্বাণী করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলবর্তী এলাকায় বন্যা ও খরা ক্রমবর্ধমান।

অবশ্য ২০১৯ সালে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করে দেশটির পরিবেশ অধিদপ্তর। যার মধ্যে বিপর্যয়ের আগে আরও দ্রুত আবহাওয়ার প্রতিক্রিয়া জানানো এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রস্তুতি জোরদার করাও অন্তর্ভুক্ত ছিল। তা সত্ত্বেও মারাত্মক বন্যা আঘাত হানে বারবার এবং ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। সূত্র- প্রেসটিভি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি