সৌদিতে প্রথমবার উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী
প্রকাশিত : ১২:১৯, ১২ জানুয়ারি ২০২২
রক্ষণশীল সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য্য প্রতিযোগিতায় নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। তারা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন এই উৎসবে শুধু পুরুষরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন।
মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ রয়েছে।
দেশটির রাজধানী রিয়াদ থেকে উত্তরাঞ্চলের রুমা মরুভূমিতে উটের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া লামিয়া আল-রশিদি বলেন, ‘আমি আশা করি আজ একটি নির্দিষ্ট সামাজিক অবস্থানে পৌঁছতে পারব, ইনশা আল্লাহ।’
তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’
সূত্র: আরব নিউজ
এসবি/
আরও পড়ুন