ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড: ভারতে একদিনে শনাক্ত ১.৯৪ লাখ রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:১৬, ১২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন।যা গতকালের তুলনায় ১৫ দশমিক আট শতাংশ বেশি। 

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশটিতে মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৩৬ দশমিক শূন্য সাত মিলিয়নে পৌঁছেছে। দেশটিতে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনে। 

করোনভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করার জন্য, ভারত সোমবার থেকে সামনের সারির কর্মীদের এবং দুর্বল বয়স্ক ব্যক্তিদের কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। 

ভারতে মঙ্গলবার ১৬৮,০৬৩ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট করেছে, যা এক মাসে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে, সংক্রমিতদের মধ্যে মাত্র ৫% থেকে ১০% হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

গত মে মাসে ডেল্টা ভ্যারিয়েন্ট চলার সময় যার হার ছিলো ২০% থেকে ২৩% ।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ শতাংশ, যা আগের দিন ১০ দশমিক ৬৪ শতাংশ ছিল। দেশটির ২৯টি রাজ্যের মধ্যে ১২০টি জেলায় শনাক্ত রোগীর সাপ্তাহিক হার ১০ শতাংশের উপরে রয়েছে।

ভারতে শনাক্ত রোগীদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে, তাদের ৪ হাজার ৮৬৮ জনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই পাওয়া গেছে ১ হাজার ২৮১ ওমিক্রনের রোগী, রাজস্থানে শনাক্ত হয়েছে ৬৪৫ জন।

দিল্লি এবং মুম্বাই শহরের কর্তৃপক্ষ বলছে যে, বেশিরভাগ লোকেরই তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাড়িতে দ্রুত সেরে উঠছেন। 

ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, "পরিস্থিতি গতিশীল এবং বিকশিত হচ্ছে, তাই, হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তাও দ্রুত পরিবর্তিত হতে পারে।"

এরইমধ্যে ভারতের অনেক রাজ্য রাতের কারফিউ ঘোষণা করেছে এবং বেসরকারী অফিস বন্ধ করে দিয়েছে।

সুত্রঃ এনডিটিভি
আরএমএ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি