ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আফগানিস্তানে হামলায় ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১২ জানুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানীতে পৃথক দু’টি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র হাকেল জান আজম সিনহুয়াকে বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার পূর্ব দিকে লগমান প্রদেশের সরিখাকান এলাকায় এক বন্দুক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। খবর সিনহুয়ার।

হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ হামলার ব্যাপারে তদন্ত করছে।

সূত্র জানায়, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির উপকণ্ঠে স্থানীয় সিমেন্ট কারখানার এক প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়েছে।

গত বছরের মধ্য-আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি সাধারণভাবে শান্ত থাকলেও অর্থনৈতিক অবস্থার অনেক অবনতি ঘটায় বেকারত্বের ও দারিদ্রতার হার বেড়ে যাওয়ায় সেখানে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি