ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ টিকার প্রস্তাব ডেনমার্কের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ড্যানিশ সরকার বুধবার জানিয়েছে, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অধিক ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিচ্ছে। খবর এএফপি’র।

স্বাস্থ্যমন্ত্রী মাগনুস হিউনিকি বলেন, কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ে এই পদক্ষেপ একটি ‘নতুন অধ্যায়ের’ সূচনা।

এক সংবাদ সম্মেলনে হিউনিকি বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ নাগরিকদের’ মধ্যে যারা শরৎকাল চলাকালে তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদেরকে ডেনমার্ক চতুর্থ ডোজ টিকা দেয়ার প্রস্তাব দিচ্ছে।

তিনি দেশটিতে ১৯ ডিসেম্বর থেকে বন্ধ রাখা সাংস্কৃতিক কেন্দ্রগুলো ফের খুলে দেয়ারও ঘোষণা দেন। 

বুধবার প্রকাশিত সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ডেনমার্কে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৩৩ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি