ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ফিলিপাইনে দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ১৩ জানুয়ারি ২০২২

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বড়দিনের পার্টিগামী ছোট একটি ট্রাক উল্টে গিয়ে শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, বড়দিন উপলক্ষ্যে বুধবার আয়োজিত এক পার্টির উদ্দেশে গাড়িটি মিন্দানাও দ্বীপের সমুদ্র সৈকতের একটি রিসোর্টে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

প্রায় ৫০ জন লোক গাদাগাদি করে ট্রাকে ভ্রমন করছিল। ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

বালিঙ্গাসাগ পৌর এলাকার পুলিশ প্রধান মেজর তিওডোরো ডি ওরো বলেন, এতে তিন বছরের এক শিশুসহ ১১ জন মারা গেছে। আরও তিনজন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এক ডজন শিশুসহ বেশ কিছু যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছে।

আহত চালক চিকিৎসা পাওয়ার পর পালানোর প্রচেষ্টা চালায়। তবে, তাকে গ্রেফতার করা হয়েছে। ডি ওরো বলেন, ট্রাকটি তিনটি ট্রাকের একটি বহরের অংশ ছিল। তবে বাকি দুটি ট্রাক দুর্ঘটনামুক্ত ছিল।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি