ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ১৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৫৪, ১৩ জানুয়ারি ২০২২

ট্রেন দুর্ঘটনার একটি চিত্র

ট্রেন দুর্ঘটনার একটি চিত্র

জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত শতাধিক যাত্রী। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রেল এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার রাতে এ কথা জানান দেশটির উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা গুলিৎ কউর। 

এদিন ভারতের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেবে রেল। এছাড়া গুরুতর আহতদের ১ লাখ টাকা ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

একইসঙ্গে রেলের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে উদ্ধারকাজ শেষের দিকে। তবে হতাহত যাত্রীদের নাম তালিকা এখনও তৈরি করতে পারেনি রেল। 

ওদিকে আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। এর আগে ঘটনাস্থলেই ৩ জনের মৃতদেহ পাওয়া যায়। তবে মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ি জেলার দোমোহনি ও নিউ ময়নাগুড়ি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি বগী। তার মধ্যে ৪টি বগী লাইন থেকে ছিটকে পড়ে নয়ানজুলিতে। এর মধ্যে একটি অবগী অন্য একটি বগীর ওপরে উঠে যায়। দুর্ঘটনার পর প্রথম উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। পরে পৌঁছায় পুলিশ ও প্রশাসন ও রেলের বাহিনী। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি