ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ওমিক্রন নয়, ডেল্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েছে: সিডিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৪ জানুয়ারি ২০২২

ওমক্রিনের প্রভাবে আমেরিকায় সংক্রমণ বাড়লেও, করোনায় সাম্প্রতিক মৃত্যুহার বৃদ্ধির জন্য মূলত ডেল্টা ভ্যারিয়্যান্টই দায়ী বলে জানিয়েছে, দেশটির রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন 'সিডিসি'।

বৃহস্পতিবার সিডিসির পরিচালক রশেল ওয়ালেনস্কি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বলেন, ‘ওমিক্রনে আক্রান্তদের কয়েকজন ইতোমধ্যে মারা গেছেন-  এটি সত্য, কিন্তু আমাদের বিশ্বাস, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে উচ্চ মৃত্যুহার দেখা যাচ্ছে, তার জন্য দায়ী ডেল্টা।

তবে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা যে ওমিক্রনের কারণে বাড়ছে, সংবাদ সম্মেলনে তা স্বীকার করেছেন সিডিসির পরিচালক।

এ সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে যারা করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের ৯০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। ’

সূত্র: রয়টার্স 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি