ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একশ’ কোটি কোভিড-১৯ টেস্ট কিট বিতরণ করবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:৫৮, ১৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আমেরিকায় জো বাইডেন সরকার কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করছে। এ ক্ষেত্রে তারা আরো ৫০ কোটি কিট ক্রয় করবে। এই সংখ্যা ক্রয় করা হলে তাদের কিটের সংখ্যা বেড়ে দাঁড়াবে একশ’ কোটিতে। খবর এএফপি’র।

এ দিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘আপনাদের দেশ প্রেমের অংশ’ হিসেবে ভাল মানের বিভিন্ন মাস্ক পরতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া হোয়াইট হাউস ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় কোভিড-১৯ টেস্ট কিটের সহজলভ্যতার ঘাটতি, স্কুল খোলা রাখার প্রচেষ্টা ও মানুষের কাজ পাওয়া প্রশ্নে চাপের মুখে রয়েছে।

বাইডেন তার দায়িত্ব প্রতিপালনের কথা তুলে ধরে বলেন, “যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিদিন ২০ লাখ মানুষের এ ভাইরাস পরীক্ষা করা হতো। সে তুলনায় বর্তমানে অনেক বেশি লোকের কোভিড পরীক্ষা করা হচ্ছে।”

তিনি বলেন, “বিনা মূল্যে বিতরণের জন্য অতিরিক্ত আরো ৫০ কোটি কোভিড টেস্ট কিট ক্রয়ে আজ আমি আমার দলকে নির্দেশ দিয়েছি।’ খুব শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এ টেস্টের সুযোগ সহজলভ্য করা হবে।”

হোয়াইট হাউসে তার বক্তব্যের শেষ পর্যায়ে বাইডেন ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি একটি বিশেষ আবেদন জানান।’

তিনি বলেন, “আপনারা ভুল তথ্য ও গুজব খবর তুলে ধরা বন্ধ করুন।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি