ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৪২, ১৫ জানুয়ারি ২০২২

ইউক্রেন মস্কোর আগ্রাসনের আশংকার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রি-পক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির এক সহকারি একথা জানান। খবর এএফপি’র।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমেক বলেন, “প্রেসিডেন্ট জেলানস্কি প্রেসিডেন্ট বাইডেনকে প্রস্তাব দিয়ে বলেছেন, আমরা মনেকরি প্রেসিডেন্ট বাইডেন, প্রেসিডেন্ট জেলানস্কি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ত্রি-পক্ষীয় সম্মেলনের আয়োজনের মাধ্যমে কাজ করা যেতে পারে। এ সম্মেলন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে।”

ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্ককে তিনি বলেন, “আমরা এ প্রস্তাবের বিষয়ে রাশিয়ার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি। এক্ষেত্রে আমাদের আমেরিকান অংশীদাররা আমাদের প্রস্তাব গ্রহণ করবে বলে আমি মনেকরি।”

জেলানস্কি মঙ্গলবার ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে নতুন একটি সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান। ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য জমায়েত করায় মস্কোর আগ্রাসন চালানো প্রশ্নে কিয়েভের জোরালো আশংকার প্রেক্ষাপটে তিনি এমন আহ্বান জানান।

এদিকে সেখানে এ উত্তেজনা বিষয়ে বাইডেন ও পুতিন দুইবার টেলিফোনে কথা বলেছেন। এক্ষেত্রে রাশিয়া আগ্রাসন চালালে মস্কোকে বড় ধরনের আর্থিক মাশুল দিতে হবে বলে মার্কিন নেতা হুশিয়ার করে দিয়েছেন।

এক সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনা চলাকালে ইউক্রেনকে নিয়মিতভাবে বিফ্রিং করার জন্য ইয়ারমেক বাইডেন প্রশাসনের প্রশংসা করেন। এসব আলোচনার মধ্যে সোমবার জেনেভায় যুক্তরাষ্ট্র-রাশিয়া উচ্চ পর্যায়ের বৈঠক অন্তর্ভূক্ত রয়েছে। তবে তিনি বলেন, “আলোচনায় তার দেশের সরাসরি অংশ নেয়ার প্রয়োজন রয়েছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি