ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কঙ্গনার গালের চেয়েও মসৃণ রাস্তা বানাব’, বিধায়কের মন্তব্যে তোলপাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১৫ জানুয়ারি ২০২২

কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ও বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত

কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ও বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত

Ekushey Television Ltd.

হেমা মালিনীর পরে এবার কঙ্গনা রানাউত। খানা-খন্দহীন, মসৃণ রাস্তার উপমায় চলে এল বলিউড অভিনেত্রীর গাল! ‘কঙ্গনার গালের চেয়েও মসৃণ রাস্তা বানাব’- ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির এই বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক।

পেশায় চিকিৎসক ইরফান আনসারি সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, ‘জামতাড়ায় ১৪টি বিশ্বমানের রাস্তার নির্মাণ শীঘ্রই শুরু হবে। আমি আশ্বাস দিচ্ছি, রাস্তাগুলো চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের চেয়েও মসৃণ হবে।’ 

তাঁর এমন মন্তব্যের ভিডিও সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি-র অভিযোগ, কংগ্রেস বিধায়ক নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।

সম্প্রতি ইরফান বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকা শরীরের পক্ষে ক্ষতিকর। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে শরীরে বেশি পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড ঢুকে পড়ার সম্ভাবনা থাকে বলেও দাবি করেন তিনি। ইরফানের ওই মন্তব্যের জেরেও তৈরি হয় তুমুল বিতর্ক।

এর আগে ২০০৫ সালে, বিহারের রাস্তাগুলোকে হেমা মালিনীর গালের মতো মসৃণ করে দেবেন বলেই দাবি করে বলেছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ। 

সম্প্রতি মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা গুলাবরাও পাতিলও দাবি করেন, তাঁর কেন্দ্র ধারনাগাঁওয়ের রাস্তা হেমার গালের মতো মসৃণ করে দিয়েছেন তিনি। 

এরপরই বিষয়টি নিয়ে সরব হন বলিউডের ড্রিম গার্ল খ্যাত মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। যার ফলে রাজ্যটির মহিলা কমিশনের হুঁশিয়ারির মুখে পড়ে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছিলেন গুলাবরাও।

আর এবার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির মন্তব্যের জবাবে সদাই আলোচনায় থাকা বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত কী বলেন, সেটাই এখন দেখার বিষয়। সূত্র- আনন্দবাজার অনলাইন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি