ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনাভাইরাস প্রতিরোধে কাজ করবে গাঁজা! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ১৭ জানুয়ারি ২০২২

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে দেশে দেশে চলছে গবেষণা। চলছে এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকারী ভ্যাকসিন ও ওষুধের প্রয়োগের চেষ্টা। এমনই সময়, করোনার থেকে পরিত্রাণের এক অদ্ভুত পথের সন্ধান দিলেন গবেষকরা। তারা বলছেন কোভিড প্রতিরোধে কাজ করতে পারে গাঁজা। 

যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানান, গাঁজার ভেতরে থাকা দুটি রাসায়নিক যৌগ করোনাভাইরাসের প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। 

ওরিগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের ভাষ্য, গাঁজার ভেতরে থাকা দুটি রাসায়নিক যৌগ ক্যানাবিজেরোলিক অ্যাসিড এবং ক্যানাবিডিওলিক অ্যাসিড করোনা ভাইরাসের বাইরের স্তরে থাকা শুঁড়ের মতো দেখতে স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশকে দ্রুত ভেঙে ফেলতে পারে। এ কারণে মানুষের শরীরে ঢুকে ভাইরাসটি মানবকোষে সংক্রমণ ঘটাতে পারে না।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা 'জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টস'-এ প্রকাশিত গবেষণায় বিশেষজ্ঞরা ওই দুটি যৌগকে ব্যাবহার করে করোনাভাইরাস প্রতিরোধের চিকিৎসায় নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ওরিগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও অন্যতম মূল গবেষক রিচার্ড ব্রিমেন বলেন, গাঁজায় যে দুটি অ্যাসিডকে করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিতে দেখা গিয়েছে সেগুলো খুবই সাধারণ ও সহজলভ্য। 

তিনি আরও বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে অ্যাসিড দুটো করোনাভাইরাসের আলফা ও বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সমানভাবে কার্যকর।

ব্রিমেন বলেন, “অ্যাসিড দু'টির মাধ্যমে কোভিড প্রতিরোধে নতুন ওষুধ আবিষ্কার করা সম্ভব, এমনটা ভাবার কোনওই কারণ নেই, যে ধূমপানের মত গাঁজা সেবনে কোভিড প্রতিরোধ হবে।“ 

গাঁজা থেকে কোভিড প্রতিরোধী ওষুধ আবিষ্কারেও আরও গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেছেন ব্রিমেন। 

সূত্র: মিয়ামি হেরাল্ড

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি