মরক্কোতে নৌকা ডুবে ৪১ অভিবাসী নিখোঁজ
প্রকাশিত : ১১:৫৬, ১৮ জানুয়ারি ২০২২
দক্ষিণ মরক্কোর টারফায়া উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে নিখোঁজ হয়েছে ৪১ জন অভিবাসী।
সোমবার এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস।
সংস্থাটির মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, জাহাজডুবি থেকে দশজনকে উদ্ধার করা হয়েছে।
অভিবাসীরা টারফায়া থেকে ১০০ কিলোমিটার দূরে স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।
রোববার ভোরে দুর্ঘটনা কবলিত জায়গা থেকে উদ্ধারের অনুরোধ জানিয়েছিল ডুবে যাওয়া নৌকার অভিবাসীরা। প্রায় দুই ঘণ্টা ধরে তারা যোগাযোগ করতে পেরেছিল। তবে নৌকাগুলির ডেটা ট্র্যাক করে নৌকাটি সনাক্ত করতে এবং তাদের উদ্ধার করতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল।
পরে নিখোঁজ ৪৩ জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
ইউরোপীয় উপকূলে আফ্রিকার দেশ মরক্কো অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট।
কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৪,০০০ এরও বেশি অভিবাসী স্পেনে যাওয়ার চেষ্টা করে নিহত বা নিখোঁজ হয়েছিল, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ।
সূত্রঃ এনডিটিভি
আরএমএ
আরও পড়ুন