ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইসলামাবাদে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১৮ জানুয়ারি ২০২২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা এবং দুই হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

খবরে বলা হয়, একটি মোটরসাইকেল যোগে দুই বন্দুকধারী সোমবার রাতে ইসলামাবাদের একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, এতে ‘এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুইজন আহত হন। এ সময় পাল্টা হামলায় উভয় হামলাকারী প্রাণ হারান।’

কঠোর নিরাপত্তা বেষ্টিত রাজধানীতে নিরাপত্তা লঙ্ঘনের এমন বিরল ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির রাজধানীতে অনেক দেশের দূতাবাস ভবন রয়েছে।

এখন পর্যন্ত কোনও গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। তবে গত বছর আফগানিস্তানে তালেবান গ্রুপ ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তানে ফের মাথা চাড়া দিয়ে ওঠা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে ইসলামাবাদ।

দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপি’কে বলেন, এটি একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ছিল।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি