ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পরবর্তী নির্বাচনে কমলাই হবেন বাইডেনের রানিং মেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২০ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন প্রার্থী হলে কমলা হ্যারিসই হবেন তার রানিং মেট।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা নিশ্চিত করেন।

তার প্রেসিডেন্ট হওয়ার এক বছর পূর্তিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “কমলাই আমার রানিং মেট হতে যাচ্ছেন।”

তবে মধ্য ডিসেম্বরে হ্যারিস বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচন নিয়ে তিনি ও বাইডেন এখনও আলোচনা করেননি।

যদিও জল্পনা রয়েছে বাইডেন আবারো প্রার্থী না হলে তিনি সম্ভবত হোয়াইট হাউসের জন্য লড়বেন না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিস প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ যিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

কিন্তু সংখ্যালঘু ভোটাধিকার, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসন সংকট মোকাবেলাসহ কিছু জটিল কাজ নিয়ে তার হতাশা এবং সংবাদ মাধ্যমের নেতিবাচক ভূমিকার কারনে তার কর্মীদের মধ্যে নিস্ক্রিয়তা দেখা দেয়ায় তিনি প্রার্থী হবেন না বলেই মনে করা হচ্ছিল।

তবে বাইডেন ভোটাধিকার নিয়ে হ্যারিসের কাজের প্রশংসা করে বলেন, ‘আমি তাকে দায়িত্ব দিয়েছি। আমি মনে করি কমলা ভালো করছে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি