ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, চীনের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতি শনাক্তের পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটির সামরিক বাহিনী বলেছে, আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে পারাসেল দ্বীপপুঞ্জের ধারে কাছে না আসে।

দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া পারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লংঘন হয়েছে।

পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়, চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে।

পারাসেল দ্বীপপুঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করছে চীন। এদিকে বহুদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমেরিকা বলছে, দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ করে নিজের পানি সীমা বাড়িয়ে নিচ্ছে।

এতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে, চীন বলছে পারাসেল দ্বীপপুঞ্জ প্রাকৃতিকভাবে তৈরি এবং এটি চীনের নিজের পানি সীমায় অবস্থিত। এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে চীন অবৈধ বলে মনে করছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি