ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইঙ্গিত উত্তর কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২১ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:০৮, ২১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আভাস দিয়েছে উত্তর কোরিয়া। 

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে চলতি মাসে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। 

কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বুধবার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এতে যুক্তরাষ্ট্রের ‘বিদ্বেষমূলক পদক্ষেপের’ জবাবসহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রসঙ্গে আলোচনা হয়। পুলিটব্যুরো সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছে এবং ‘আরও সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে।’

পলিটব্যুরোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ দীর্ঘমেয়াদে মোকাবিলায় আমাদের আরও বেশি প্রস্তুতি নিতে হবে।’

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি