ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবে না বিশ্বাস গুতেরেসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২২ জানুয়ারি ২০২২

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই এটি ঘটবে না বলে বিশ্বাস করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস।

সাংবাদিকদের তিনি বলেন, “ইউক্রেনে কোন ধরনের সামরিক আগ্রাসন চালানো উচিত হবে না। এক্ষেত্রে আমি মনেকরি যে কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের উপায়।”

তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি এটি ঘটবে না এবং আমি দৃঢ়ভাবে আশা করি আমার ধারণা সঠিক হবে।”

এ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের প্রচেষ্টার মাঝখানে গুতেরেস আর কোন আলোচনার বিষয় বিবেচনা করবেন না।

তিনি বলেন, “অন্য দেশে কোন দেশের যেকোন ধরনের আগ্রাসন হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

গুতেরেস বলেন, “ইউক্রেন প্রশ্নে এক পক্ষে যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো মিত্র এবং অপরপক্ষে রাশিয়ার অংশগ্রহণে আলোচনা হবে। এক্ষেত্রে জাতিসংঘ অংশ নয়।”

তবে তিনি বলেন, “তার বিভিন্ন দপ্তর বিভিন্ন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতায় সহায়তা করতে ‘সব সময় প্রস্তুত’ রয়েছে।”

সামরিক সংঘাত এড়ানোর ব্যাপরে তিনি বলেন, “আমি সাধারণভাবে বিশ্বাস করি যে আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ রয়েছে।”
সূত্র: এএফপি
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি