ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৩ জানুয়ারি ২০২২

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। শনিবার একটি মিনিভ্যান থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। 

এই বিস্ফোরণে অন্তত নয় জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

হেরাতের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গণপরিহন হিসেবে ব্যবহৃত একটি ভ্যানগাড়িতে বিস্ফোরণটি ঘটে। আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

গত বছর ১৫ অগাস্ট তালেবানের ক্ষমতা দখলের পর পুরো আফগানিস্তান জুড়ে একের পর এক বিস্ফোরণ ও হামলা সংগঠিত হচ্ছে। ওই সব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

পশ্চিমা দেশুগুলোর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে।এই হামলা নতুন প্রশাসনের নিরাপত্তা পরিস্থিতিকেও খারাপ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: রয়টার্স 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি