বুরকিনা ফাসোয় ব্যারাকে গোলাগুলি, সেনা অভ্যুত্থানের গুজব
প্রকাশিত : ০৯:১৭, ২৪ জানুয়ারি ২০২২
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় নতুন করে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে। এরপর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ে।
বুরকিনা ফাসোর সেনা ব্যারাকে রোববার সকালে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। তবে সেনা অভ্যুত্থান ঘটেনি বলে দাবি করেছে দেশটির সরকার।
রাজধানী ওউয়াগাদুগোর সাঙ্গোলি লামিজানা শিবিরে স্থানীয় সময় ভোর ৫টার দিকে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়।
এসময় ব্যারাকে থাকা সেনাদের ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে এবং ওউয়াগাদুগো বিমানবন্দরের নিকটবর্তী বিমানঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়।
বুরকিনা ফাসোর সরকার গোলাগুলির বিষয়টি স্বীকার করেছে। তবে সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেনা অভ্যুত্থানের সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
জাতীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া ভাষণে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বাথেলমি সিমপোর প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরের আটক হওয়ার খবর অস্বীকার করেছেন। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
২০১৫ সালেও সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল দেশটিতে।
সূত্র: আল জাজিরা
এসবি/
আরও পড়ুন