ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিল অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া ১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে। এর ফলে অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা ও ফাইজারের পর দেশটিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এটি হচ্ছে চতুর্থ কোভিড-১৯ টিকা। খবর সিনহুয়ার।

অস্ট্রেলিয়ান টেকনিক্যাল এ্যাডভাইজরি গ্রুপ অন ইমুনাইজেশন (এটিএজিআই) কমপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে নোভাভ্যাক্সের দুই ডোজটিকা দেয়ার সুপারিশ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, “সরকার ফেব্রুয়ারির মধ্যে নোভাভ্যাক্সের পাঁচ কোটি ১০ লাখ কোভিড-১৯ টিকা সহজলভ্য করার নির্দেশ দিয়েছে।”

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এ কর্মসূচি ২১ ফেব্রুয়ারি শুরু করতে পারবো বলে আশা করছি।”

এদিকে, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে সোমবার করোনা ভাইরাসে নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৫৮ জন প্রাণ হারিয়েছেন।

হান্ট বলেন, “অস্ট্রেলিয়ার কিছু এলাকায় অমিক্রন সংক্রমণের ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকায় হাসপাতালে রোগি ভর্তির সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি