ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বুরকিনা ফাসোতে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:২৩, ২৫ জানুয়ারি ২০২২

প্রেসিডেন্ট রোচ কাবোরকে উৎখাত করে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক সেনা কর্মকর্তা এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

দেশটির সেনাবাহিনী সংবিধান বাতিল করেছে। পাশাপাশি সরকার ও সংসদ ভেঙে দিয়েছে। অন্যান্য দেশের সঙ্গে বুরকিনা ফাসোর সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের ঘোষণায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশের ঐক্য রক্ষা এবং ইসলামপন্থীদের বিদ্রোহ দমনে প্রেসিডেন্টের ব্যর্থতার বিষয়টিও ঘোষণায় উল্লেখ করা হয়েছে। 

এর আগে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হন। 

প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের বাসিন্দারা জানান, রোববার রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। এরপর সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও দেশটির সরকার তা অস্বীকার করে।

দেশটির প্রেসিডেন্ট কাবোরে ইসলামপন্থী বিদ্রোহ প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ক্রমবর্ধমান অসন্তোষের সম্মুখীন হয়েছিলেন বলে জানিয়েছেন দেশটির একজন সেনা কর্মকর্তা।  

প্রেসিডেন্টসহ আটককৃতরা সবাই নিরাপদে আছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। 

দেশটির সেনাবাহিনী ব্যারাক দখল করার একদিন পরেই এই অভ্যুত্থানের ঘটনা ঘটল। 

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মিঃ কাবোরে জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং নিরাপত্তা সংকটকে কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন যা "আমাদের জাতির ভিত্তিকে হুমকিস্বরূপ"।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি