ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ২৫ জানুয়ারি ২০২২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। যদিও বিচারপতি মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিচারপতি আয়েশা মালিককে (৫৫) একটি কমিশনের মাধ্যমে নির্বাচিত করার পর সোমবার তিনি শপথ নেন। নিয়ম মেনে তার শপথ অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান বিচারপতি গুলজার আহমাদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে বলেন, 'সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হওয়ায় আয়েশা মালিককে অভিনন্দন। তার প্রতি আমার দোয়া ও শুভ কামনা রইলো।'

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ৯ সদস্যের কমিটি আয়েশা মালিকের পদন্নোতি আটকে দিয়েছিল। এ বছর ৫-৪ ভোটে তার পদায়নের বিষয়টি অনুমোদন পায়।

আইনজীবীদের কয়েকটি সংগঠন এই নিয়োগের বিরোধিতা করে বলেছে, নিম্ন আদালতের ৩ জ্যেষ্ঠ বিচারককে পাশ কাটিয়ে আয়েশা মালিকে পদোন্নতি দেওয়া হয়েছে। সংগঠনগুলো বিচারকদের পদোন্নতির বিষয়ে নিরপেক্ষ মানদণ্ড অনুসরণের আহ্বানও জানিয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি