ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শপথ গ্রহণ করলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৮ জানুয়ারি ২০২২

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে  শপথ গ্রহণ করেছেন বামপন্থী জিওমেরা ক্যাস্ত্রো। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপাতদৃষ্টিতে তার নিজের দলের বিদ্রোহের অবসানের পর তিনি এ শপথ নিলেন। খবর এএফপি’র।

ক্যাস্ত্রো বলেন, “আমি দেশের সংবিধান ও এর আইন মেনে চলে জনগণের স্বার্থে অটল থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।” তার লিবরি দলের মধ্যে ঐক্যে ফাটল সুষ্টিকারি প্রতিদ্বন্ধিতার কেন্দ্রে থাকা তার পছন্দের কংগ্রেস প্রেসিডেন্ট লুইস রেদন্দো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাইওয়ানকে স্বীকৃতি দেয়া মাত্র ১৪টি দেশের অন্যতম দেশ হচ্ছে হন্ডুরাস।

চীন পক্ষ পরিবর্তনে এ দ্বীপ দেশের মিত্রদের সফলভাবে উৎসাহ দানে কয়েক দশক ব্যয় করে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের একটি অংশ মনে করে।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় ক্যাস্ত্রো প্রতিশ্রুতি দেন যে, তিনি বিজয়ী হলে মূল ভূখণ্ড চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দ্রুত চালু করবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি