ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

মুকেশকে টপকে ভারতের ধনী ব্যক্তি গৌতম আদানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৩৪, ২৮ জানুয়ারি ২০২২

সম্পদে মুকেশ আম্বানীকে টপকে ভারতের ধনীতম ব্যক্তির তালিকায় নাম লেখালেন  গৌতম আদানি। সম্প্রতি দেশটিতে শেয়ার বাজারে পতন হলেও এতে খুব একটা ধাক্কা খায়নি আদানি গ্রুপ।  তাতেই এই উত্থান বলে দাবি করা হচ্ছে। অতীতেও একবার এমনটা হয়েছিল।

বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধের পরে ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানীকে টপকে গেলেন শিল্পপতি গৌতম আদানি।

এই প্রথম নয়, এর আগে ২০২১ সালের নভেম্বরেও এক বার আম্বানীদের টপকে যায় আদানির মোট সম্পদের মূল্য।

সেই সময়ের হিসাবে জানা গিয়েছিল, আগের দু’বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১,৮০৮ শতাংশ। সেই জায়গায় আম্বানীর একই সময়ে সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।

প্রসঙ্গত, ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ’-এর হিসাব বলছে, বিশ্বের ১১তম ধনীর জায়গাটিও নিয়ে নিয়েছেন আদানি। সম্প্রতি শেয়ার বাজারে পতন হলেও আদানি গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই এই উত্থান বলে দাবি করা হয়েছে।

সর্বশেষ হিসাব বলছে আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭২ লাখ কোটি টাকা)।

সেখানে আম্বানীর ৮৯.৪ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭১ লাখ কোটি টাকা)। এক ও দুইয়ে রয়েছেন আদানি ও আম্বানী।

এর পরে প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি এবং লক্ষ্মী মিত্তল। প্রসঙ্গত, এখন বিশ্বের সর্বাধিক সম্পত্তির মালিক ফ্রান্সিসকো বেটনকোর্ট মেয়ার্স। তার সম্পত্তি ৮২.৯ বিলিয়ন ডলার। তবে তার থেকেও ধনী ভারতের আদানি ও অম্বানী।

গুজরাতকেন্দ্রীক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি